স্বাধীনতার পর থেকে বিএনপি এবং আওয়ামীলীগ
রাজনীতির নামে যে খেলায় মেতে উঠেছে, তা কোন
সভ্য মানুষের কাজ হতে পারেনা। রাজনীতির
নামে রাজনৈতিক
প্রতিহিংসা মিটমাটেই ব্যস্ত এ দুই দল। ক্ষমতায়
যাওয়ার জন্য হেন কোন কাজ নেই
তারা করেনি বা করতে পারেনা। কাদা ছুড়াছুড়ির
রাজনীতি আর মানুষ বলি দেওয়ার
জন্যই রাজনীতি। দেশের মানুষকে এ পর্যন্ত দুটি দল
নির্বাচনী প্রতিশ্রুতিই দিয়ে গেছে। বাস্তবে পূরণ
করেছে গুটি কয়েক। যা প্রতিশ্রুতির তুলনায়
অতি নগণ্য। আর কিছু করতে পারুক আর না পারুক
অপশাসন আর
মানুষ মারার ফাঁদ তৈরি গেছে ও যাচ্ছে তারা।
সমীকরণ শূণ্য। তাদের অন্ধ ভক্তরাও
কাদা ছুড়াছুড়িতে কম যায় না।
উদাহরণ দিচ্ছি। বিএনপির আমলে যত দুষ্কর্ম,
হত্যা সন্ত্রাস আর নৈরাজ্য হয় তা সমানুপাতিক
ভাবে আওয়ামীলীগ
করে যায়। একে অপরের বিচারের
প্রতিশ্রুতি দিতেই থাকে। এ ওর বিচার
করবে সে তার বিচার করবে। এভাবেই চলছে তাদের
মরণ কামড়ের খেলা। তাদের
ভক্তরা বাহবা দিয়ে তুলনা করে যায়
তারা বেশি অপকর্ম করেছে বা তারা কম অপকর্ম
করেছে। আরে মাঝখানে যে হাজার হাজার প্রাণ
যাচ্ছে তাদের কি সেই দিকে খেয়াল আছে??
হত্যা হত্যাই। কম আর বেশি বুঝিনা।
হত্যা হবে কেন??? যত দোষ সব নন্দ ঘোষ। এই
নীতিতে চললে তো দেশের
কিছুই হবেনা। দেশের জন্য রাজনীতির
নামে ভন্ডামী বন্ধ করুন। বিএনপি আর আওয়ামীলীগ
মুদ্রার এ পিঠ ওপিঠ।
যে যাই বলুক, দেশের আর মানুষের জন্য
রাজনীতি করলে এত এত
সমস্যা থাকতোনা বলে আমি বিশ্বাস করি। এই
ক্ষমতার মোহ যতদিন রাজনীতিবিদদের
মধ্যে থাকবে ততদিন দেশ এই অস্থিরতার মাঝেই
থাকবে। কোন সমাধান হবেনা রাজনৈতিক
বিশৃঙ্খলার। দেশ, মাটি আর মানুষের কথা মাথায়
থাকলে দূর্নীতি কখনোই
মাথা চাড়া দিয়ে উঠতে পারেনা। এই
হানাহানি মারামারি হত্যাযজ্ঞ প্রতিহিংসার
রাজনীতি যতদিন থাকবে ততদিন আমাদের মাঝ
থেকে ক্রমেই একটি একটি করে তাজা প্রাণ
ঝরতে থাকবে। আপনারা রাজনীতিবিদরা নিজের
স্বার্থে ছেলেমেয়েদের দেশের বাইরে পড়ান, আর
আপনারা আমাদের দেশপ্রেম শেখাবেন কি করে??
আপনাদের ছেলেমেয়েদের রাখেন এসিঘরে আর
জনতাকে মাঠে নামান আপনাদের স্বার্থসিদ্ধির
জন্য। কত জঘণ্য আপনাদের রাজনীতি। যদিও শেষ
পর্যন্ত আমরা আপনাদেরই দ্বারস্থ হই,
বলতে পারবেন, আপনাদের মানুষ কি চোঁখে দেখে???
ঘৃণা আর ঘৃণা আপনাদের জন্য।
দেশকে ভালবাসা কি খুব কঠিন কাজ??
চিন্তা করে দেখুন আপনারা দেশকে ভালবাসার
সুযোগ পান সবচে বেশী। আর আপনারাই তার মর্ম
বুঝতে চাননা। ধিক। জানেন কি আপনাদের জনগণ
আজো আপনাদের ভোট দেয়
কেন?? দেশের মানুষ রাজাকার আর সৈরশাসন
থেকে বাঁচতে বাধ্য হয়ে একমাত্র আপনাদেরই
নির্বাচন করে।
দেশের কাতারে আসুন, মুক্তি যুদ্ধের চেতনায় আসুন,
মানুষের কাতারে আসুন। দেশ প্রেমকে আল্লাহর
ওয়াস্তে জাগ্রত করুন।
Friday, March 8, 2013
বিএনপি ও আওয়ামীলীগ; মুদ্রার এপিঠ ওপিঠ।।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment