Monday, August 23, 2010
হরেক রকম
রাংগামাটি রাজবন বিহারে গেলে অনেক গুলো বানর দেখতে পাবেন। বানর দিয়ে মানুষকে শিক্ষা দেবার জন্যই এ আয়োজন।
মন্দ কিছু দেখবেন না।
মন্দ কিছু শুনবেন না।
মন্দ কিছু বলবেন না।
Monday, August 16, 2010
পাহাড়ের জেলে জীবন
আদিবাসীদের শিক্ষা
Sunday, August 15, 2010
গিরিশোভা ; ভাসমান রেস্তোরা
Wednesday, August 11, 2010
Thursday, August 5, 2010
তৃষ্ণার্ত ; কবিতা
তৃষ্ণার্ত
নীলচে আগুন ছুয়ে যায়
এই সময়ের সীমানায়
খুজে খুজে দূরে হারায়
তবু সুখ না খুজে পায়
পুড়ছে দেখ একাই নিজে
বিশ্বাস রাখা দায়
মাটির মত ভাঙছে সে আজ
বালক দু:খীর হাতে
গ্রীষ্ম খড়ায় মন পুড়ে যায়
মেঘ বালিকার সাথে
এক মুঠো ইচ্ছের বিনিময়ে তৃষ্ণার্ত
ক্লান্ত ভ্রান্ত মন
স্বপ্ন গড়ে স্বপ্ন সাজায় ভাঙে যখন তখন
নীলচে আগুন ছুয়ে যায়
এই সময়ের সীমানায়
খুজে খুজে দূরে হারায়
তবু সুখ না খুজে পায়
পুড়ছে দেখ একাই নিজে
বিশ্বাস রাখা দায়
মাটির মত ভাঙছে সে আজ
বালক দু:খীর হাতে
গ্রীষ্ম খড়ায় মন পুড়ে যায়
মেঘ বালিকার সাথে
এক মুঠো ইচ্ছের বিনিময়ে তৃষ্ণার্ত
ক্লান্ত ভ্রান্ত মন
স্বপ্ন গড়ে স্বপ্ন সাজায় ভাঙে যখন তখন
পাহাড়ে বৈসাবি উৎসব
পার্বত্য অঞ্চলের আদিবাসী সম্প্রদায় ; বম,চাক ও খিয়াং
Wednesday, August 4, 2010
অপেক্ষা ; কবিতা
অপেক্ষা
এই অপেক্ষা শুধুই তোমার জন্য
শেষ পর্যন্ত ধরে রাখা দায়
কয়লা কালো দহন শেষে
আবার ঠুকরে পড়ি
কেবল তোমারি জন্য প্রবল উপাসনা
তবু ফিরে না পায়
সূর্যের আলোয় নি:শ্বেষ আমি
পুড়ে শেষে ছাই
শুধুই তোমার জন্য আকুল প্রার্থনা
এই নন্দ্র প্রহরের গায়
মনকে তবু সান্তনা দেব
পিরে পাবার আশায়
ভেঙে যাবে যাক সে হৃদয়
তবু পাবো তো বন্ধু তোমায় ?
ঘুণে ধরা বুক নিয়ে আশায় বাধি বুক
বন্ধুরে তুই সুখে থাক
দু:খ গুলো আমারি থাক
কামনা গুলো অথৈ জলে ডুব।
১৪ নভেম্বর ২০০৭
এই অপেক্ষা শুধুই তোমার জন্য
শেষ পর্যন্ত ধরে রাখা দায়
কয়লা কালো দহন শেষে
আবার ঠুকরে পড়ি
কেবল তোমারি জন্য প্রবল উপাসনা
তবু ফিরে না পায়
সূর্যের আলোয় নি:শ্বেষ আমি
পুড়ে শেষে ছাই
শুধুই তোমার জন্য আকুল প্রার্থনা
এই নন্দ্র প্রহরের গায়
মনকে তবু সান্তনা দেব
পিরে পাবার আশায়
ভেঙে যাবে যাক সে হৃদয়
তবু পাবো তো বন্ধু তোমায় ?
ঘুণে ধরা বুক নিয়ে আশায় বাধি বুক
বন্ধুরে তুই সুখে থাক
দু:খ গুলো আমারি থাক
কামনা গুলো অথৈ জলে ডুব।
১৪ নভেম্বর ২০০৭
মাছের অভয়ারণ্য কাপ্তাই হ্রদ
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ
১৯৭১ সালে বাঙলাদেশ মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করে। এ যুদ্ধে অংশ নেয় লাখ লাখ বাঙালী। অনেকে শহীদ হন। তাদের সকলকে বিভিন্ন মর্যাদায় ভুষিত করা হয় । সাত জন বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধার একজন হলেন ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ। তিনি রাংগামাটির অধীনের মুক্তিযুদ্ধে অংশ নেন। তাই তার নামে নির্মিত স্মৃতিস্তম্ভটি রাংগামাটি শহরে ঢুকতেই সকলের চোখে পড়বে।
পাহাড়ের প্রাণী বৈচিত্র ; হাতি
পাহাড়ে জুম চাষ
জোয়ার : কবিতা
জোয়ার
এই বুঝেছ এই বোঝনি
মনের সাথে করছ লড়াই
আমিও তাই করছি এমন
লোনা সাগরে ঠিকই জড়াই
এই কেদেছ এই কাদনি
চোখে তবু অশ্রুজল
এই হেসেছ এই হাসনি
ঠোটের কোণে বাকা ছল
এই হেরেছ এই হারনি
হৃদয়ে বন্ধু কালো দাগ
এই জিতেছ এই জেতনি
অলিন্দতে মায়াঘাত
এই ছুয়েছ এই ছোওনি
নিউরণে তবু অনুরণন
আমি বন্ধু পেয়েছি হয়তো
আকাঙখা তবু করে বারণ
এই শেষ তো শেষ হয় নি
মনে সুপ্ত কামনা
সবকিছু শূণ্য সব কিছু অন্য
প্রেমের জোয়ারে আর ভেসনা।
২৭ সেপ্টেম্বর ২০০৭
এই বুঝেছ এই বোঝনি
মনের সাথে করছ লড়াই
আমিও তাই করছি এমন
লোনা সাগরে ঠিকই জড়াই
এই কেদেছ এই কাদনি
চোখে তবু অশ্রুজল
এই হেসেছ এই হাসনি
ঠোটের কোণে বাকা ছল
এই হেরেছ এই হারনি
হৃদয়ে বন্ধু কালো দাগ
এই জিতেছ এই জেতনি
অলিন্দতে মায়াঘাত
এই ছুয়েছ এই ছোওনি
নিউরণে তবু অনুরণন
আমি বন্ধু পেয়েছি হয়তো
আকাঙখা তবু করে বারণ
এই শেষ তো শেষ হয় নি
মনে সুপ্ত কামনা
সবকিছু শূণ্য সব কিছু অন্য
প্রেমের জোয়ারে আর ভেসনা।
২৭ সেপ্টেম্বর ২০০৭
শ্যাওলার দালান ; কবিতা
শ্যাওলার দালান
মনকে সান্তনা দেবার ভাষা জানা নেই
কি হবে মন বুঝে ?
ব্যথার পোকা হৃদয় গড়ে
আশার চারা ভেঙে পড়ে
স্বপ্নচূড়ার স্বপ্ন সেজে।
সুখের দালানে শ্যাওলা আজ
ভেঙে গেছে ঘর
কাছের মানুষ দূরে আজ
করে গেছে পর
তুমি আছো তোমার মত
ইচ্ছে আমার চাপা যত
এই হৃদয়ে ব্যথার ক্ষত
সুখেরা আজ হয়ে গেছে পর
থাক তুমি সুখে একা
আমারই থাক দু:খের পোকা
বাশির সুরে মন ভেজাও বন্ধু
তবু ডেকনা আমায় অকারণ।
মনকে সান্তনা দেবার ভাষা জানা নেই
কি হবে মন বুঝে ?
ব্যথার পোকা হৃদয় গড়ে
আশার চারা ভেঙে পড়ে
স্বপ্নচূড়ার স্বপ্ন সেজে।
সুখের দালানে শ্যাওলা আজ
ভেঙে গেছে ঘর
কাছের মানুষ দূরে আজ
করে গেছে পর
তুমি আছো তোমার মত
ইচ্ছে আমার চাপা যত
এই হৃদয়ে ব্যথার ক্ষত
সুখেরা আজ হয়ে গেছে পর
থাক তুমি সুখে একা
আমারই থাক দু:খের পোকা
বাশির সুরে মন ভেজাও বন্ধু
তবু ডেকনা আমায় অকারণ।
প্রশ্ন ; কবিতা
প্রশ্ন
আকাশকে প্রশ্স করি কেন তুমি নীল ?
কেনইবা হৃদয়াকাশে উড়ে না শংখচীল ?
নদীকে প্রশ্ন করি বাকা কেন তোমার তীর ?
কেনইবা মন নদীতে নাবিক আজ অস্থির ?
দিনকে প্রশ্ন করি কেন তুমি সময়হীনা ?
কেনইবা নিশি ভোরে সে আর আসে না ?
স্বপ্নকে প্রশ।ন করি কেন তুমি অবুঝ ?
কেনইবা চরণভূমি কালেঅ না হয়ে সবুঝ ?
সময়কে প্রশ্ন করি কেন তুমি লক্ষীছাড়া ?
কেনইবা স্মৃতি গুলো প্রলয়াঘাতে করে তাড়া ?
রক্তকলিকে প্রশ্ন করি কেন তুমি লাল ?
কেনইবা জীবন এমন যেন ফল মাকাল ?
পাখিকে প্রশ্ন করি, বন্ধু তুমি স্বাধীন ?
কেনইবা বদ্ধ আমি, হৃদয় যেথা পরাধীন ?
ফুলকে প্রশ্ন করি সাথী তুমি পবিত্র ?
কেনইবা বন্ধুরা এমন, ভেঙে দেয় মিত্র ?
২৩ সেপ্টেম্বর ২০০৭
আকাশকে প্রশ্স করি কেন তুমি নীল ?
কেনইবা হৃদয়াকাশে উড়ে না শংখচীল ?
নদীকে প্রশ্ন করি বাকা কেন তোমার তীর ?
কেনইবা মন নদীতে নাবিক আজ অস্থির ?
দিনকে প্রশ্ন করি কেন তুমি সময়হীনা ?
কেনইবা নিশি ভোরে সে আর আসে না ?
স্বপ্নকে প্রশ।ন করি কেন তুমি অবুঝ ?
কেনইবা চরণভূমি কালেঅ না হয়ে সবুঝ ?
সময়কে প্রশ্ন করি কেন তুমি লক্ষীছাড়া ?
কেনইবা স্মৃতি গুলো প্রলয়াঘাতে করে তাড়া ?
রক্তকলিকে প্রশ্ন করি কেন তুমি লাল ?
কেনইবা জীবন এমন যেন ফল মাকাল ?
পাখিকে প্রশ্ন করি, বন্ধু তুমি স্বাধীন ?
কেনইবা বদ্ধ আমি, হৃদয় যেথা পরাধীন ?
ফুলকে প্রশ্ন করি সাথী তুমি পবিত্র ?
কেনইবা বন্ধুরা এমন, ভেঙে দেয় মিত্র ?
২৩ সেপ্টেম্বর ২০০৭
প্রার্থনাদ ; কবিতা
প্রার্থনাদ
প্রকৃতির নিয়মে চলছে জীবন বিধান
দিন যায়,রাত আসে
কে কার খবর রাখে?
হৃদয় বিষন্ন হয়ে উঠে যখন দেখি
সময় আমাকে টানছে!
মন পুলকিত হয়ে উফঠ যখন দেখি
পথের ধারে ফুল ফূটছে!
শেষ রাতের পথে ঘুরে যখন দেখি
কবিদের ম্লাণ মুখ
আমি পাইনা খুজে আমাতে
জীবনের মানে,হাসি,কান্না,অভিমান অথবা সুখ।
২৩ জুলাই ২০০৭
প্রকৃতির নিয়মে চলছে জীবন বিধান
দিন যায়,রাত আসে
কে কার খবর রাখে?
হৃদয় বিষন্ন হয়ে উঠে যখন দেখি
সময় আমাকে টানছে!
মন পুলকিত হয়ে উফঠ যখন দেখি
পথের ধারে ফুল ফূটছে!
শেষ রাতের পথে ঘুরে যখন দেখি
কবিদের ম্লাণ মুখ
আমি পাইনা খুজে আমাতে
জীবনের মানে,হাসি,কান্না,অভিমান অথবা সুখ।
২৩ জুলাই ২০০৭
আদিবাসী শিশু
বৌদ্ধ বিহার
আদিবাসীদের ঘরবাড়ি
Subscribe to:
Posts (Atom)