অপেক্ষা
এই অপেক্ষা শুধুই তোমার জন্য
শেষ পর্যন্ত ধরে রাখা দায়
কয়লা কালো দহন শেষে
আবার ঠুকরে পড়ি
কেবল তোমারি জন্য প্রবল উপাসনা
তবু ফিরে না পায়
সূর্যের আলোয় নি:শ্বেষ আমি
পুড়ে শেষে ছাই
শুধুই তোমার জন্য আকুল প্রার্থনা
এই নন্দ্র প্রহরের গায়
মনকে তবু সান্তনা দেব
পিরে পাবার আশায়
ভেঙে যাবে যাক সে হৃদয়
তবু পাবো তো বন্ধু তোমায় ?
ঘুণে ধরা বুক নিয়ে আশায় বাধি বুক
বন্ধুরে তুই সুখে থাক
দু:খ গুলো আমারি থাক
কামনা গুলো অথৈ জলে ডুব।
১৪ নভেম্বর ২০০৭
No comments:
Post a Comment