প্রশ্ন
আকাশকে প্রশ্স করি কেন তুমি নীল ?
কেনইবা হৃদয়াকাশে উড়ে না শংখচীল ?
নদীকে প্রশ্ন করি বাকা কেন তোমার তীর ?
কেনইবা মন নদীতে নাবিক আজ অস্থির ?
দিনকে প্রশ্ন করি কেন তুমি সময়হীনা ?
কেনইবা নিশি ভোরে সে আর আসে না ?
স্বপ্নকে প্রশ।ন করি কেন তুমি অবুঝ ?
কেনইবা চরণভূমি কালেঅ না হয়ে সবুঝ ?
সময়কে প্রশ্ন করি কেন তুমি লক্ষীছাড়া ?
কেনইবা স্মৃতি গুলো প্রলয়াঘাতে করে তাড়া ?
রক্তকলিকে প্রশ্ন করি কেন তুমি লাল ?
কেনইবা জীবন এমন যেন ফল মাকাল ?
পাখিকে প্রশ্ন করি, বন্ধু তুমি স্বাধীন ?
কেনইবা বদ্ধ আমি, হৃদয় যেথা পরাধীন ?
ফুলকে প্রশ্ন করি সাথী তুমি পবিত্র ?
কেনইবা বন্ধুরা এমন, ভেঙে দেয় মিত্র ?
২৩ সেপ্টেম্বর ২০০৭
No comments:
Post a Comment