Wednesday, August 4, 2010

জোয়ার : কবিতা

জোয়ার
এই বুঝেছ এই বোঝনি
মনের সাথে করছ লড়াই
আমিও তাই করছি এমন
লোনা সাগরে ঠিকই জড়াই
এই কেদেছ এই কাদনি
চোখে তবু অশ্রুজল
এই হেসেছ এই হাসনি
ঠোটের কোণে বাকা ছল
এই হেরেছ এই হারনি
হৃদয়ে বন্ধু কালো দাগ
এই জিতেছ এই জেতনি
অলিন্দতে মায়াঘাত
এই ছুয়েছ এই ছোওনি
নিউরণে তবু অনুরণন
আমি বন্ধু পেয়েছি হয়তো
আকাঙখা তবু করে বারণ
এই শেষ তো শেষ হয় নি
মনে সুপ্ত কামনা
সবকিছু শূণ্য সব কিছু অন্য
প্রেমের জোয়ারে আর ভেসনা।

২৭ সেপ্টেম্বর ২০০৭

No comments: