শ্যাওলার দালান
মনকে সান্তনা দেবার ভাষা জানা নেই
কি হবে মন বুঝে ?
ব্যথার পোকা হৃদয় গড়ে
আশার চারা ভেঙে পড়ে
স্বপ্নচূড়ার স্বপ্ন সেজে।
সুখের দালানে শ্যাওলা আজ
ভেঙে গেছে ঘর
কাছের মানুষ দূরে আজ
করে গেছে পর
তুমি আছো তোমার মত
ইচ্ছে আমার চাপা যত
এই হৃদয়ে ব্যথার ক্ষত
সুখেরা আজ হয়ে গেছে পর
থাক তুমি সুখে একা
আমারই থাক দু:খের পোকা
বাশির সুরে মন ভেজাও বন্ধু
তবু ডেকনা আমায় অকারণ।
No comments:
Post a Comment