তৃষ্ণার্ত
নীলচে আগুন ছুয়ে যায়
এই সময়ের সীমানায়
খুজে খুজে দূরে হারায়
তবু সুখ না খুজে পায়
পুড়ছে দেখ একাই নিজে
বিশ্বাস রাখা দায়
মাটির মত ভাঙছে সে আজ
বালক দু:খীর হাতে
গ্রীষ্ম খড়ায় মন পুড়ে যায়
মেঘ বালিকার সাথে
এক মুঠো ইচ্ছের বিনিময়ে তৃষ্ণার্ত
ক্লান্ত ভ্রান্ত মন
স্বপ্ন গড়ে স্বপ্ন সাজায় ভাঙে যখন তখন
2 comments:
Nice going... carry on
Your post r nice going.... carry on
Post a Comment